গ্রাম ও প্রকৃতি
----- কামাল উদ্দিন।
তারিখঃ ৫ই এপ্রিল ২০১৯ং।
গ্রাম ও প্রকৃতির টানে
ছুটে যায় মন চলন্ত ট্রেনে,
ক্ষনেই বলে মন আর কত দুর
দেখবো তোমায় কতক্ষনে।।
রাস্তার দু,পাশে হলুদ রঙের বাহার
পাশেই সবুজের সমাহার,
সরিষা ফুলের মৌ মৌ সুবাসে
নিশ্বাসটা টেনেই চলছি বারে বার।।
রেল লাইনের ধারে বসে
খাচ্ছে বাদাম খোসা খসে,
ঐ দুর গাঁয়েতে প্রিয়ার বাড়ি
করবে দেখা কবে এসে।।
শহরের দালান কোঠা
হয়ে গেছি কনঠাসা,
পরিবেশ টা নংরা সদায়
বহু লোকের উঠা বসা।
0 Comments