Ticker

6/recent/ticker-posts

দুর গাঁয়ে মোদের ঘর

দুর গাঁয়ে মোদের ঘর
     
                   কামাল উদ্দিন।

ঐ দুর গাঁয়ে মোদের ঘর
ভেংগে নিয়েছে নদী,
কত অপেক্ষায় প্রহর গুনি
ফিরে পাইতাম যদি।।

দাদার ভিটা ভেংগে গেল
ভাংলো কালাইয়ের চর,
পথে পথে ঘুরি ভবে
সবাই ভাবে পর।।

বাপের কেনা জমি
জুটেনি কপালে
খেয়েছে রাক্ষুসে নদী
গভীর আসায় চেয়ে থাকি ফিরে পাই যদি।।

মায়ের গহনা বেঁচা টেকা গুলো
বাবা নিলো ধার, তুমি চিন্তা করিওনা
ফিরে দিব তোমায় ,
ফসলটা যদি না পুড়ে খোরায়।।

আষাঢ়ের বন্যায় খেয়ে গেল ধান
শূন্য মাচা খানি, এবার ও মায়ের
গহনা খানা কেনা হলোনা
খালি পাতিল বাজে ঝন ঝনি।।

প্রত্যেহ সকালে উঠিয়া আসি
এই নদীর ধারে ,
মায়ের কথা মনে পড়ে তাই
দুই নয়নে বারী ঝড়ে।।

কার্তিকের কলেরায় মা গেল চলে
আসিলোনা আর ফিরে,
বাবাও একদিন বাজারে গেল
পাটের নৌকা নিয়ে
সেও তো  ফিরেনি তীরে।।

আজ আমি বড় অসহায়
আমি বড় একা,
মাগো দেখে যাও, নদীর ধারে
নীরবে কাঁদে তোমার খোকা।।

Post a Comment

0 Comments