একলা পথে চলি।
কামাল উদ্দিন।
একলা পথে চলি
একাই কথা বলি,
কত লোকের কত কথা
মাথাই নেই তুলি।।
কেউ বলে পাগল আমি
কেউ বলে বোকা,
সজা মানুষ পেয়ে তারা
দিতে চায় ধোকা।।
আমি চলি আমার মতন
কত পাব, মানিক রতন,
সদায় ভাবি তোমার কথা
দেখা পাবো কতক্ষন।।
0 Comments