কিছু সময় কিছুক্ষন
কামাল উদ্দিন।
কিছু সময় কিছুক্ষন
কত কিছু ভাবে মন,
শরৎ কাল বয়ে গেল
মাঝি আসবে কতক্ষন।।
কাশ ফুলের হাত ছানি
দোলা দেয় দেহ খানি,
আবার কি পাব ফিরে
যেতায় আছে প্রিয় মনি।।
এভাবেই ভেবে চলি
কত কিছুই বলে ফেলি,
কখনো মুদে আঁখি
কখনো হাসি নিরীবিলী।।
তোমার পথ পানে চেয়ে
বসে থাকি খেয়ে নাইয়ে,
তবুও তুমি আসোনা ফিরে
বারী ঝরে নয়ন নুয়ে।।
মনের ছোট খাঁচায়
বাসা বাঁধে টুন টুনি,
সদায় জেগে থাকে
অন্ধঁকারটা কাটেনি।।
প্রতি প্রহরে ভাবি তোমায়
এই বুঝি আসো হেথায়,
সারা রাত্র হয়না ঘুম
চিন চিনে বুক ব্যথায়।।
হয়তো পড়বে লেখা
হবেনা কভু দেখা,
ভালো তুমি বাসিও মোরে
নয়তো আমি হব একা।।
0 Comments