Ticker

6/recent/ticker-posts

কাল বৈশাখী

কাল বৈশাখী
                     কামাল উদ্দিন।

এপ্রিলের মাঝা মাঝি  সময় আকাশটা নীল
খুকু মণির মুর্গির ছানাটি নিয়ে গেল চিল।।

গরুটি বাধাঁ আছে পাশের বাড়ির উঠানে
ছাগলটি কোথাও নেই হারিয়ে গেল কোন খানে।।

হাঁস গুলো করছে প্যাঁক প্যাঁক কোথায় নেই পানি
ঠক্ ঠক্ করে ছেঁচে পান ৮০ বছরের নানী।।

কৃষাণেরা কাজ করছে মাথাল মাথায় দিয়ে
বাড়িতে আজ চলছে উৎসব ছোট ফুফুর বিয়ে।।

খুকু মণির মন খারাপ পায়না খোজে পুতুল
রিয়া মণি বেজায় খুশি বাগানে ফুটেছে ফুল।।

খাঁ খাঁ এই দুপুর বেলায় চলছে সবাই ছুটে
ছোট বুবু দাঁড়িয়ে আছে আলতা দিয়ে ঠোটে।।

ফুফুটি বসে কাঁদছে সদায় হবে তার বিয়ে
মনের দুঃখে গাইছে গান বন্দি খাচার টিয়ে।।

আনু নেই সকাল হতে কোথায় গেল চলে
মাষ্টার মশাই চিন্তায় পড়েছে অংক গেছে ভুলে।।

বিকাল বেলায় উঠে এলো কাল বৈশাখীর ঝড়
পালকিটা গেছে ভিজে , ভিজেছে ফুফুর বর।।

Post a Comment

0 Comments