Ticker

6/recent/ticker-posts

শীতের পাখি

শীতের পাখি
                 কামাল উদ্দিন।

তুমি শীতের পাখি
হঠাৎ এসেছা হেথায়,
যখন ফিরে যাবে তুমি
বুকটা ফেটে যাবে ব্যথায়।।

তোমার বাসস স্থানে
নেই নিরাপদ,
শুধু আতঙ্কে দিন কাটে
কে জানি তীর ছুঁড়ে তব ললাটে।।

ভোরের শিশিরে ভিজে
তোমার পাখা রৌদ্রে শুকাও,
কত অপেক্ষায় বসে থাকো
ঝোঁপের আড়ালে মুখ লুকাও।।

কত দিন থাকবে মোর আঙ্গিনায়
জানান দিও মোরে,
তোমার অপেক্ষায় চেয়ে থাকবো
সারাটি বছর ধরে।।

চলেই যদি যাবে তুমি
তবে কেন আসিলে হেথায়,
তোমার পথ পানে তাকিয়ে রইব
বুক ভোরা আশায়।।

Post a Comment

0 Comments