Ticker

6/recent/ticker-posts

জন্ম ভূমি

জন্ম ভূমি
                   কামাল উদ্দিন

তোমার পানে তাকিয়ে থাকি
কবে পাবো তোমায়,
তোমার স্মৃতি গুলো তারা করে
ভাবিয়ে তুলে আমায়।।

সুপারি গাছের মাথা দুলানো
তাল গাছের পাখা,
খেজুর গাছের শীতল বারী
পাইনা তো তাদের দেখা।।

চারি দিকে সবুজে ঘেরা
সবুজ ক্ষেতে মাঠ ভোরা,
ওরে তোরা কে কোথায় আছিস
দেখে যা, সাদা বক বসেছে জোড়া জোড়া।।

নারিকেলের নাড়ু মুড়ির মোয়া
শীতের সকালে উঠানে বসে খাও,
বড় বুবুটা আসছে নায়োর
সাঁজিয়ে গহনার নাও।।

বাবা গেছে গজনার হাটে
এলোনা এখনো ফিরে,
মা, যে এখন ব্যস্ত অনেক
রাধিঁবে পায়েস আর ক্ষীরে।।

পুকুর ধারে লেবুর বাগান
ফুটেছে তাতে ফুল,
বড় মামীটা খুজেছে হেথায়
হারিয়েছে কানের দুল।।

Post a Comment

0 Comments