ভোরের পাখী
কামাল উদ্দিন।
ভোরের পাখীরা গায় গান সুরলা কন্ঠে
আমি তো তোমারই কথা ভাবী শুকনো কন্ঠে।
কত কাল দেখিনি তোমায় যেন বহুকাল
তবুও মনের স্মৃতি কোঠায় রহিয়াছ চিরকাল।
ফজরের আযানে ভেংগে যায় ঘুম ধরেনা আর
তোমার স্মৃতি মাখা মুখ খানা ভেসে উঠে বারে বার।
দোয়েলের শীসটা দোলা দেয় হৃদয়ে সারাক্ষন
টুন টুনি আর টিয়াটা জাগিবে কখন।
চড়ুইয়ের মারা মারি কাকের কা- কা
ঘুম হতে জাগিয়া দেখি কেহ নাই পাশে আমি তো একা।
শরতের মেঘলা আকাশ উড়ছে গাংচিল পাখা মেলে
তোমার ঐ খোপার বেনি উড়ছে হেলে দুলে।
চির কাল রহিবে মনে বিলিন হবেনা কভু
দোয়া করি মোদের মিলনটা বজায় রাখুক প্রভু।
0 Comments