Ticker

6/recent/ticker-posts

আবেগ। কামাল উদ্দিন

কত লেখাই পড়ি
কত কথাই শুনি
আপন মানুষ গুলোর মুখ
দেখব কবে সেই দিন শুধু গুনি।।

কত চেনা মুখ হল অচেনা
জানা বিষয় হল অজানা
যতই দুরে থাকিনা কেন
তোমাদের ভোলা কভু যায়না।।

মাটির গন্ধঁ লেগে আছে গায়
দঃক্ষিনের হাওয়ায়
হয়ত কখনো সুখি
তোমাদের ভাল বাসা পাওয়ায়।।

কিছু লোক অহংকারী
কিছু আছে শিকারী
তারা সুধুই সুযোগ সন্ধানী
বেড়ার ফাঁকে কান পাতে আরি।।

এমনি ভাবে চলে যায় দিন
আসে রাতের অন্ধঁকার
জোঁনাকি আর ঝিঁ ঝিঁ পোকা
হয়ে যায় একা কার।।

Post a Comment

0 Comments