সময় তো মিলেনা
৷৷৷ ---_--- কামাল উদ্দিন।
যদিও মিলেনা সময়
ভুল বুঝে ভুলনা আমায়,
সকলের ত্বরেই ছালাম আমার
রহমত করুক মহান দয়া ময়।।
সদায় মনে পড়ে অসময়ে বারী ঝরে
কখনো মেঘের দিনে কখনো শুকনা ঝড়ে,
দেখিনা আষাঢ় দেখিনা ভাদ্র,
সর্ব দায় বয়ে চলেছে খর রৌদ্র।।
হঠাৎ নেমে আসে কালো মেঘ
কখনো বা বজ্রপাত,
কখনো বয়ে যায় কাল বৈশাখি
হৃদয়ে আনে তীব্র আঘাত।।
পাল বিহীন তরীটা সাগরে
কিনারা তার কত দুর,
মাঝি নেই বৈঠা নেই, কে চালায় তারে
আহা তরীটা কত যে মধুর।।
0 Comments