মিলে যদি একটু সময় লিখি তোমাদের ত্বরে, তোমরা যদি সারা দাও হৃদয় টা ভরে।।
মনটা সদায় চায় থাকি তোমাদেরই পাশে, করার কিছু নেই আজ যে মহান একুশে।।
মাতৃ ভাষার মধুর বাণী লাগে যে কত মধুর, আঃ আলীম, আব্বাসের গানে ভেসে আসে তার সুর।।
একটু সময় আমার এর চেয়ে বেশি নাই, তবুও তো আছি আমি তোমাদের অন্তরে যদি মিলে ঠাঁই।। দেখতে দেখতে সময় পার এবার বিদায়ের পালা, বন্ধুরা ভাল থেকো দেখা হবে কোন এক বেলা।।
0 Comments