ভোরের আকাশ
ভোরের আকাশ
কামাল উদ্দিন।
তারিখঃ ২৫/২/২০১৯ইং
ভোরের আকাশ দেখিলনা
দেখিলনা তার শোভা,
সে বড় অধম
সে বড় হত ভাগা।।
ফজরের আজান শুনে
ঘুমালো নাক ডেকে,
সারা দিনটা পাবেনা শান্তি
অস্থির লাগবে বুকে।।
ওরে ও মুসলিম ভাইয়েরা
উঠো আরামের বিছানা ছেড়ে,
কল্যান তোমার নিহিত আছে
মোয়াজ্জিনের আজানের সুরে।।
ভোরের আকাশ রহমতে ঢাকা
শীতল তার হাওয়া,
খাওয়ার শেষে যেমন
দই মিষ্টি খাওয়া।।
ভোরের আকাশে সোঁনালী আভা
দেখিতে কত মধুর,
এবার তোমরা ঘুম হতে উঠো
দেখো পাখিরা যাচ্ছে কত দুর।।
0 Comments