বিবেক
কামাল উদ্দিন।
তারিখঃ ২৫/২/২০১৯ইং।
বিবেক তোমার পঁচে গেছে
দূর্গন্ধঁ চড়াচ্ছে চতুর দিক,
আমি তোমাকে ধিক্কার দেই
তোমার কপালে দেই পিক।।
তুমি নষ্ট তুমি পথ ভ্রষ্ট
তুমি সমাজের কিট,
ওরে গর্ধব, তোর কি জাগেনা
অন্তরে কোন হিট।।
তুই চলে যা সামন হতে
চলে যা বহু দুর,
তোর সাথী হোক যত
বনের হিংস্র কুকুর।।
তুই মানুষ নামের কলঙ্ক
কুলাঙ্কার তোর দেহ,
মনে রাখিস তুই বুঝতে পারবি
যে দিন তোকে ক্ষমা করবেনা কেহ।।
সময় থাকতে পরিশোধিত কর
তোর পাপিষ্ট মন,
এ ছাড়া তোর উপায় নেই কোন
লোহার শিকলে পোঁড়াবে তোরে সারাক্ষন।।
0 Comments