Ticker

6/recent/ticker-posts

ভেবে দেখো

ভেবে দেখো
          --- কামাল উদ্দিন।
তারিখঃ ০৩/০২/২০১৯ইং।

ভেবে দেখো কোথাও আমায় দেখেছো কিনা,
যেখানে ছিল কোলাহল আর মুক্ত আঙ্গিনা।।


ভেবে দেখো আমায় চিনতে পারো কিনা,
যেখানে শুনেছিলে বলের শব্দ আর বাঁশির ঝন ঝনা।।


ভেবে দেখো আমি তোমার পাশে ছিলাম কিনা,
মনে পড়েছে? ঐ তো সে দিন যে দিন হয়েছিল সুচনা।।


তুমি মাঝ মাঠে আর আমি গোল কি পারে,
কেউ কি দিতে পেরেছে গোল? যতই জোরে বল মারে।।


তুমি আর খেলছনা বল নষ্ট হয়েছে তোমার মন,
তবুও তুৃমি আমার হৃদয়ে রয়েছ হয়ে আপন জন।।


নামটি তোমার জুয়েল রানা নতুন পাড়ায় বাড়ি,
বাবার নামটি রশীদ মাষ্টার করতেন রেফারি।।


গ্রামের নামটি জোড়গাছা,সারিয়াকান্দী থানা,
জেলা তোমার বগুড়া তাই সবার আছে জানা।।

Post a Comment

0 Comments