Ticker

6/recent/ticker-posts

ঝর

ঝড়
 ------ কবি কামাল উদ্দিন
রচনা কালঃ ১০/০৩/২০১৯ইং

     হৃদয়ের ঝড়ে
মনটা নড়ে,
হঠাৎ  টপ শব্দে
উঠলাম শিহরে।


হৃদয়ের ঝড়ে
সারা দেহ নড়ে,
হৃদয়ের ঝড়ে
সব কথা মনে পড়ে।


যে দিন তুফানে
তুমি ছিলেনা ঘরে
হৃদয়ের ঝড়ে
বেদনা গেল ঝড়ে।


শত অপেক্ষার পর
তোমায় পেলাম ফিরে,
কোথা হতে আসল তুফান
মনটা গেল উড়ে।

Post a Comment

0 Comments