Ticker

6/recent/ticker-posts

ছড়ার ছড়া ছড়ি

ছড়ার ছড়া ছড়ি
    --- কামাল উদ্দিন।
তাং ১৮/০৩/২০১৯ইং।

ছড়ার ছড়া ছড়ি
হয়ে যায় বাড়া বারি,
খুকু মণি খাচ্ছে ভাত
মাছির বাহাদুরি।।

কিছু খায় হাতে তুলে
কিছু আবার পা দিয়ে ঠেলায়,
তাইনা দেখে মা এসে
ধুপুস ধাপুস কিলায়।।

নাকের ছিকান গড়িয়ে পড়ছে
খাবার বাটিতে,
বয়স তার ১২ মাস
পারেনা হাঁটিতে।।

জাউ খিঁচুড়ি পোলাও কোরমা
করে ফেলে সাবার,
বাটির খাবার শেষ হলে
তাকায় বারে বার।।

খেতে খেতে ঘটে গেল
মহা এক কান্ড,
এতক্ষনে খেয়েছে যা
হয়েছে সব পন্ড।।

প্রস্রাব বাহ্যি এক সাথে
বেড় হয়ে গেল তাই,
খাবার টা যেমন তেমন
কাছে যাওয়া দায়।।

Post a Comment

0 Comments