তোমাকে হারিয়েছি
--- কামাল উদ্দিন।
তারিখঃ ০৩/০২/২০১৯ইং।
তোমাকে হারিয়েছি কিন্তু আমি বুঝিনি
তোমাকে কোথাও খুজেও পাইনি।
কি ভাবে হারিয়েছি তা নিজেও জানিনা
তুমি আমায় পাও কি না চেষ্টা করে দেখো না।
হয়ত, পাইলেও পাইতে পার, এক বার ভাবিয়া
তুমি তো পাগল ছিলে আরাও লাগিয়া।
আমি হামেশায় খোজি কিন্তু পাইনা তোমায়
তুমি কি একটি বারেও খুজো আমায়।
প্রথম দেখাটা তুমিই করেছিলে ভালো লেগেছিল বলে
এটাই কি কপালের লিখন অবশেষে না বলে গেলে।
তুমি না কি আমাকে খুজে পাওনা কিন্তু কেন জানিনা
এখন কেমন আছ তুমি তাও তো জানিনা।
তাহলে কি আর হবেনা দেখা কোন কালেও
দাড়াও চেষ্টা করি আরেক বার পাই কি না মিস কলেও।
0 Comments