কি বলব
কামাল উদ্দিন।
কি বলব
ভাল লাগেনা কিছু,
সদায় চিন্তায় ভোরা মন
মাথা থাকে নীঁচু।।
চারি দিকে হৈ হল্লোড়
লাগেনা ভালো,
সারাক্ষন ভাবি বসে
এ কি হলো।।
কোথায় গেল সুখ
কোথায় অনুভতি,
লেখার মাঝে হঠাৎ
থেমে যায় গতি।।
শুরুটা ভালই হয়
শেষটা হয় খারাপ,
কেমনে হবে ভালো
বুকটা ধরাক ধরাক।।
সকাল পেরিয়ে দুপুর হল
তার পরে বিকাল,
সন্ধাঁ ঘুনিয়ে এলো
এভাবেই ফুরিয়ে গেল কিছু কাল।।
0 Comments