Ticker

6/recent/ticker-posts

কলমের জীবন


কলমের জীবন
          ---- কামাল উদ্দিন।
তারিখঃ ০১/০৩/২০১৯ইং।

কলম তোমার নেই মরণ
তুমি আমরণ,
কলম তুমি  সদা জাগ্রত
তুমি নক্ষত্রের কিরণ।।

কলম তুমি কামানের গোলা
তুমি কালের বিবর্তনে,
সাময়িক হারিয়ে যাওয়া
কলম তুমি নিজেকে খুজে পাওয়।।


জন্ম তোমার বাঁশের কঞ্চিতে
অথবা ময়ূরের পাখায়,
কলম তুমি পথের দিশারী
অন্ধকারে পথ চলায়।।

Post a Comment

0 Comments