কষ্ট
-- কামাল উদ্দিন
০১/০৩/২০১৯ইং।
কষ্ট তুমি জমে থাকা ধূলী কোণা
তোমার পরশে হৃদয়ে জাগে বেদনা,
কষ্ট তুমি ভুলে যাওয়া কিছু অনুভতি
তোমার ডাকে সারা দিয়ে করি কাকুতি।।
কষ্ট তুমি ফেলে আসা সুখ
তোমার অগোচরে জেগে উঠে,
গহিন সাগরের ফেনা রাশি
আর উজান হতে বয়ে আসা সামুক।।
কষ্ট তুমি স্বাদ বিহীন শিহরণ
মনের অজান্তেই জেগে উঠা বন,
তোমার পরশে আমি ও কাতর
দোলা দেয় সারাক্ষন।।
কষ্ট তুমি নীরবে বয়ে চলা সাথী
চলার পথে আমি অসহায়,
তোমারই পরশে শূন্য আমি
একটু সুখ দিও যদি মন চায়।
0 Comments