Ticker

6/recent/ticker-posts

নারী

নারী
   ---- কামাল উদ্দিন।
তারিখঃ ০১/০৩/২০১৯ইং।

হে নারী" কি মর্মান্তিক
তোমার জীবন কাহিনী,
প্রথমে শিশু তার পরে কিশোরি
অবশেষে রমণী।।

তুমি জগতের শ্রেষ্ট উপহার
অথচ কত কষ্ট তোমার,
মা বাবা ভাই বোনের আদর ফেলে
যেতে হয় অন্যের ঘরে হৃদয় পুরে ছারখার।।

কত স্নেহ কত মমতা
কাছে ডেকে কত খাওয়া,
সব কিছুই ভুলে যেতে হয়
পূরন করতে অন্যের  চাওয়া পাওয়া।।
 
তোমাদের নসীবটা বেদনায় ভোরা
চারি দিকে অন্ধকার,
কাঁটায় জরাজীর্ণ ঘর
চারি দিকে আঁধার।।

Post a Comment

0 Comments