Ticker

6/recent/ticker-posts

মন তুমি শুধুই ভাবো

মন তুমি শুধুই ভাবো

             ----------_----- কামাল উদ্দিন।

তাং ০২/০৪/২০১৯ইং।

মন তুমি ভেবেই চলো
তোমাকে ভাবেনা কেউ
আপন লোক গুলো দুরে যাচ্ছে
এতে কত কষ্ট তা তো ভাবেনা কেউ।।
কখনো ভাবিনি তোমরা দুরে
ঠেলে দিবে মোরে
হয়ত, আমি আগেই যেতাম
কোন এক অচিন পুরে।।

আজ তোমরা চিনতে পারছনা
কে আপন কে পর
হঠাৎ  হয়ে গেলা কেন
মহা স্বার্থ পর।।

যত পার, রেখে দাও দুরে
না হয় গভীর সমুদ্রে
বিধাতার মহিমায়  পেতে পারি ফিরে
কোন এক পৌষের মিষ্টি রৌদ্রে।।

 

Post a Comment

0 Comments