বাঁধন
---- কামাল উদ্দিন
তাং ১১/০৩/২০১৯ইং
মনের বাঁধনে বাঁধিনু তোমায়
লোহার শিকলে নহে,
অন্তরের কথা গুলো
সুধাব তোমায় যদি সহে।।
কিছু কথা কিছু ব্যথা
বলা যায়না যথা তথা,
সাক্ষাতে বলতে হয়
যদি থাকে সততা।।
বাঁধনে নেই রসি
ভাবি তাই একা বসি,
টুটে যেন যায়না কভু
যতই থাকুক প্রবাসী।।
0 Comments