------- কামাল উদ্দিন।
ভাবনার অন্তরালে
মায়ার বেড়াজালে,
কি মায়ায় জড়ালে
অবশেষে গেলে ভুলে।
তবুও ভাবি রাখনি দাবি
যদিও হয়েছে অনেক দিন,
এখন ও ভাবি তোমায়
ভাবাটা কি সমাচিন?
অন্তরে ভাবি তোমায়
মনে কি পড়ে আমায়,
বাঁলু চরে নাম লিখে
দেখিয়ে ছিলে তুমি আমায়।।
এটাই ভাবি শুধু কেন ভাবি
সে দিন না ছিল ভুল,
বলে ছিলে আবুল তাবুল
চিঠিটা না রেখে হয়েছিল ভুল।।
হয়তো কাছেই আছো
অথবা দুরে গেছো,
সারাক্ষন ভাবি তাই
মনে হয় ভালো আছো।
0 Comments