বিকালের সূর্য্য
--- কামাল উদ্দিন।
তারিখঃ ১১/০৩/২০১৯ইং।
বিকালের সূর্য্য ছড়ালো আলো
উজ্জ্বল তার কিরণ,
গাছপালা নীরব তাই
শুধু পাখিদের আলোড়ন।।
ঘুঘু পাখির কুহু কুহু
কোকিলের বউ কথা কও,
নানান চেঁচা মেঁচিতে মুখরিত বন
এমন দৃশ্য পাব নাকো কোথাও।।
বাতাশের শন শনে আওয়াজে
শিহরিয়ে উঠে মন,
সারা দেহের লোম গুলো খাড়া
ওহে আর যাসনে গহিনে একটু খানি দাঁড়া।।
বনের হিংস্র প্রাণী আঁড়ি পাতে
থাবা করে উঁচু,
চল ফিরে যাই আপন নীড়ে
যদিও হবে মাথা নীঁচু।।
বিকালের সূর্য্যের আলোয়
মুখরিত থাকুক বন,
মোরা থাকিবো সাবধানে
মাবুদকে করিয়ে স্মরণ।।
0 Comments