Ticker

6/recent/ticker-posts

গনক

গগন
        কামাল উদ্দিন।

ঐ দুর গগনে উঠেছে রবি
ঝল মলে তার কিরণ,
সাদা মেঘ গুলো ভাসছে
কি অপরুপ তার ধরন।।


পান কৌড়ির ঝাঁক উড়ছে
পাখা গুলো মেলে,
গাং চিলটা বেজায় শিকারী
পাবদা পুটি পেলে।।


সাদা বক গুলো দাঁড়িয়ে আছে
এক পা গুটিয়ে,
ময়ূর তার রুপ ছড়ায়
পেখম খানা মেলিয়ে।।


বাঁলি হাস গুলো কাটছে সাঁতার
শেওলা ঘেরা  বিলে,
পাড়ার দুষ্ট ছেলেরা তারিয়ে দিলো
এলো পাথারি ঢিলে।।


ঐ দুর গগনে উঠেছে রবি
সোঁনালী তার আভা,
ভোরের শিশির করছে জ্বল জ্বল
এ সবই শুধু কল্পনায় ভাবা।।

Post a Comment

0 Comments