তুমি আসিও ফিরে
এই পল্লীর নীড়ে,,
তোমার পথ পানে চেয়ে আছে
শত স্মৃতি ঘেরা নদীর তীরে।।
আষাঢ়ের ঢলে ভেসে আসা
কচুড়ির পানা,,
কখনো তারা পড়ত,পাকে
তা, তো ছিলনা জানা।।
সাদা বক আর গাঁং চিল
উড়তো আকাশে,,
রৌদ্রে তাদের চেহারা
দেখাই তো ফ্যাকাশে।।
মাঝিরা ধরতো মাছ
পাতিয়ে জাল,,
গাঁয়ের পাশ দিয়ে বয়ে চলে
ছোট বড় খাল।।
চাষীরা করে চাষ
মনের আনন্দে,,
আকাশে সাদা মেঘ
ভাসে ছন্দে ছন্দে।।
0 Comments