Ticker

6/recent/ticker-posts

ভাল বাসা

ভাল বাসা
          -- কামাল উদ্দিন।

তারিখঃ ২৭/০২/২০১৯ং।

ভালবাসা মূল্য হীন
প্রতারকের কাছে,
নিজের উপর বিশ্বাস নেই
পরের কথায় নাঁচে।।

সকাল বেলা মৃষ্টি কথা
সন্ধাঁ বেলায় হোপ,
দাঁড়ি তো রাখেনা মুখে
রাখে কিছু গোফ।।

কথায় কথায় মিথ্যা বলে
নিজে কে ভাবে বড়,
পরেরটা মেরে দিবে
নিজেই বলবে ধর।।

Post a Comment

0 Comments