শ্রমিক দিবস
কামাল উদ্দিন।
তাং ২৯/৪/২০১৯ইং।
শ্রমিকের আন্দলন
গড়ে উঠে দাবানল,
প্রতিবছর মে আসলে
জেগে উঠে মনোবল।।
এর পরেতে থাকেনা খোজ
অন্ধঁকারে যায় হারিয়ে,
কোথায় যায় শ্রমিক নেতা
বড় বড় বুলি ছাড়িয়ে।।
এই নিব সেই নিব
আরো নিবো ঘোড়া,
লাল কাপড় মাথায় দিয়ে
বেরিয়ে আয় তোরা।।
পল্টনের মোর অথবা
সাহাবাগের মোরে,
রাস্তা ঘাট বন্ধঁ করে
সভা মঞ্চ করে।।
শ্রমিকের ব্যথা বুঝেনা কেউ
বুঝেনা মিলের মালিক,
সারাক্ষন করে কাজ
দেখেনা সূর্যের ঝিঁলিক।।
ইঁট ভাটা, গার্মেন্টসে
কত নারী হায়,
কত পরিশ্রম করে তারা
বুঝা বড় দায়।।
তবুও তারা পায়না অধিকার
শ্রমিক আইনের রুলে,
এ সব কথা মনে পড়ে
পহেলা মে এলে।।
মে যায় জুন যায়
যায় জুলাই মাস,
বাস্তবায়ন হয়না কিছু
দিয়ে চলে সদা আশ্বাস।।
শ্রমিক দিবস শ্রমিক দিবস
আলোচনায় সিমাবদ্ধ,
শ্রমিকের কপালে মিলেনা সুখ
যথা তথায় হয়েই চলে জব্দ।।
0 Comments