Ticker

6/recent/ticker-posts

জন্ম ভূমি

জন্ম  ভূমি
            ---- কামাল উদ্দিন।
তাং ২২/০৪/২০১৯ইং।


প্রাণের জন্ম ভূমি ওগো হৃদয়ের জন্ম ভূমি
তোমার জন্যে কাঁদি বসে দেখব কবে আমি।।

সবুজের বাহারে আঁকা বাঁকা সড়কে মন, ছুটে যায়
ওগো দাঁড়াও না এক বার দেখি তোমায়।।

খেজুর রসে রসের পিঠা খেতে বেজায় বেশ
নতুন বউটা যাচ্ছে বাপের বাড়ি ঘোমটায় ঢেকে কেশ।।

গরু খায় ঘাঁস লেজ নাড়িয়ে তাড়ায়ে মাছি
রাখালটা নীরবে বসে থেকে বাঁজায় বাঁশের বাঁশি।।

ঐ দুর গাঁয়ে বুবুর বাড়ি বসে থাকে পথ পানে
ছোট ভাইটা এখনো আসছেনা গেছে তবে কোন খানে।।

নতুন জামাই যায় শ্বশুড় বাড়ি পরণের ধূতি কু্ঁচিয়ে
শ্বাশুড়ির জন্য নিয়েছে ছাঁচি পান কলা পাতায় মুড়িয়ে।।

কৃষানীরা ভানে ধান ঢেকিতে ধাপুর ধুপুর
ওরে বাড়া ঝট করে -হ- হয়ে গেল যে দুপুর।।

কৃষকেরা ব্যস্ত আজি নিঁড়ায়ে ক্ষেতের ধান
গত বছরে ক্ষেতের ফসল খেয়ে গেছে বান।।

জন্ম ভূমির মায়া যায়না ভোলা যতই থাকি অট্রলিকায়
সবুজের সমারহে চির নিদ্রায় মোর বাপ ও মায়।।

Post a Comment

0 Comments