Ticker

6/recent/ticker-posts

ছোঁয়া



ছোঁয়া
        কামাল উদ্দিন।
তাং ২৭/৪/২০১৯ইং

তোমার ছোঁয়া লাগেনা জননী
তোমা হতে আছি বহু দুরে,
শত ব্যস্তের মাঝেও তোমার কথা
মনে পড়ে বারে বারে।।

তুমি শান্ত অনেক শান্ত
সবুজে ঘেরা তোমার মন,
শুধু তোমার বুকে বিচারণ করা
মানুষ গুলো হয়েছে উঘ্র ক্ষেপা  সারাক্ষন।।

তুমি বড় দয়ালু ছাঁয়া দাও অনন্ত
তোমার শিতল বাতাসে,
তারা তো বুঝেনা ঝাঁটা মারে
তোমার খোলসে।।

আমরা আজ মানুষ নই
হয়েছি হিংস্র দানব,
সারা গ্রাম খুজে মিলেনা আদম
শুধু চলছে হিংসা আর ধ্বংসের তান্ডব।।

তবুও তোমায় ভাল বাসি
ওগো পল্লী জননী,
তোমারই বুকে মাথা রেখে ঘুমায়
দুনিয়ার শ্রেষ্ট সম্পদ আমার গর্ভধারিনী।।

Post a Comment

2 Comments