Ticker

6/recent/ticker-posts

ভোরের হাওয়া

ভোরের হাওয়া
          কামাল উদ্দিন।

তাং ৩০/৪/২০১৯ইং।

ভোরের হাওয়া লাগছে বেশ
যেমন সুন্দর নারীর কালো কেশ,
শিতল হাওয়া বইছে সদায়
ফুরিয়ে গেল গরমের লেশ।।

গুঁড় গুঁড়িয়ে ডাকছে মেঘ
পাখিরা ছুটেছে বাড়িয়ে বেগ,
চারি দিকে অন্ধঁকার
ঢেকে নিয়েছে কালো মেঘ।।

এই দিনের অপেক্ষায় ছিলাম
প্রচন্ড গরমে অসুস্থ হলাম,
ভোরের এই শিতল হাওয়ায়
প্রাণটা বেশ জুড়িয়ে নিলাম।

Post a Comment

0 Comments