Ticker

6/recent/ticker-posts

শ্রম ও শ্রমিক

শ্রম ও শ্রমিক।
  রচনাঃ
কামাল উদ্দিন।
তাং ৩০/৪/২০১৯ইং।


শ্রম ও শ্রমিক পারস্পরিক শব্দ। শ্রম শারীরিক বল
প্রয়োগ, আর শ্রমিক হলো বল প্রয়োগ কারি।
আমরা বল প্রয়োগ ছাড়া কেউ চলতে পারিনা।
হতে পারে সেটি যে কোন ক্ষেত্রে।  তবে আমি আমার
আলোচনার মুল বিষয় বস্তু হিসাবে আমরা যে দৈনন্দীন
কাজ করি তাহাই আলোচনা করছি।
শ্রমকে আবার বেশ কয়েক ভাগে ভাগ করা যায়।
যেমনঃ কম বল প্রয়োগ ও অধিক বল প্রয়োগ।
কম বল প্রয়োগ বলতে লেখা, ও মৌখিক সাজেশন
বা নির্দেশের দ্বারা যা কিছু করি।
আর অধিক বল প্রয়োগ বলতে যা বুঝি তা হল, নিজে
শ্বশরীরে করা, যেমনঃ রিক্সা ঠেলা গাড়ি, মাথায় বোঝা
বহন ও একের অধিক লোক দ্বারা বল প্রয়োগের মাধ্যমে কোন কাজ করা, এগুলো হল অধিক বল প্রয়োগ কারি কাজ।
শ্রমিকঃ
শ্রমিক বলতে আমরা কি বুঝি?
কোন কাজ অল্প বল প্রয়োগ বা অধিক বল প্রয়োগের
মাধ্যমে যারা সমাপ্ত করল, বা প্রক্রিয়ার ভিতরে আছে
তাদেরকেই শ্রমিক বলা হয়।
কিন্তু আমরা শ্রমিকের সঠিক সংজ্ঞাটি জানিনা বিধায়
শ্রমিককে আলাদা রূপ দেই।
আরো স্পষ্ট করে বলতে গেলে কোন সরকারী প্রতিষ্ঠান
বা মিল কারখানায় যারা শ্বশরীরে কাজ করে তাদেরকে
বুঝি বা বুঝাই, আর যারা কাজ করায় তাদের কর্ম কর্তা
বা উর্ধতন কর্ম কর্তা বানিয়ে শ্রমিকদের ভিতরে আলাদা
করে ফেলি, আর এখানেই শ্রমিকের সত্যিকারের পরিচয়টা আমরা বুঝতে পারিনা, ফলে শ্রমিকরা সব
সময় অবহেলিত জীবন যাপন করে।
কোন মিল কারখানায় যখন কোন ন্যায্য দাবি নিয়ে
শ্রমিকেরা দাবি দাওয়া পেশ করে, তখন উক্ত কারখানার কিছু কর্মকর্তা নাম ধারি শ্রমিক তারা
আলাদা ভাবে অবস্থান নিয়ে শ্রমিকদেরকে দ্বিভক্ত করে ফেলে এবং নিজেরা মালিক পক্ষ সেজে শ্রমিকদের
উপরে উল্টা প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তখনই মালিক
ও শ্রমিক পক্ষের ভিতরে দ্বন্ধের সৃষ্টি করে এবং
কারখানার পরিবেশ নষ্ট করে ফেলে।
অথচ কারখানার মালিক নিজেও এক জন শ্রমিক।
সে যদি কাজ না করে তাহলে  কারখানা চলতে
পারেনা। আমরা যত দিন শ্রম ও শ্রমিকের অর্থটা পুরোপরি বুঝতে না পারবো ও শ্রমিক ও মালিকের
ভিতরে বৈষম্যতা দুর করতে না পারব, ততদিন পর্যন্ত
শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার পাবেনা ও শ্রমিক
অসন্তোষের সমাধান হবেনা।
এবাররের শ্রমিক দিবসের পতি পাদ্য বিষয় হোক
শ্রমিক ও মালিকের ভিতরে ব্যবধান কমাতে হবে
শ্রমিকের ন্যায্য পাওনা মিটাতে হবে।

Post a Comment

0 Comments