Ticker

6/recent/ticker-posts

হায়রে ইঁদুর

 হায়রে ইঁদুর
        কামাল উদ্দিন।
তাং ০২/০৫/২০১৯ইং।

হায়রে ইঁদুর তুই কোথায় পালালি
তোর জন্য তাকিয়ে আছি শত কষ্ট ভুলি।

সাত দিনে হলে খাইনা কিছু আছি অনাহারে,
তবুও আমি থাকবো ভাল আসিসনা আর ঘরে।

আমি না হয় পিয়াবো দুধ কালো গাইয়ের ভাই,
তুই তো সারা দিন থাকবি উপোস পাবেনা যে ঠাঁই।

বই কেটেছিস খাতা কেটেছিস আরো কেটিছিস দলিল,
সেই শোকে কাতর হয়েছে পূর্ব পাড়ার খলিল।

Post a Comment

0 Comments