আমি চাকুরি করি, অনেক সময়
বন্ধু বান্ধব জিজ্ঞেস করে,,,
কি,,,ভাই,,, কাল তোমার অফিস আছে?
আমি আর কি বলব?
আরে,, ভাই, অফিস কেন থাকবেনা?
অফিস ঠিকই আছে ভাই,,,,,
কিন্তু আমার ডিউটি নাই,,,,,,,।
(২) আমার অফিস বাসা হতে অনেক দুরে, গাড়ি দিয়ে
যেতে হয়,, কাজেই দুপুরের খাবার টুকুও নিয়ে যেতে হয়।
(৩) আরে বন্ধু,, আজকে ভাত কি দিয়ে নিয়ে আইছো?
কেন ভাই? আমি যেহেতু গাড়ি দিয়ে আসি,,, তাহলে
ভাত আবার কি দিয়ে নিয়ে আসব?
তাই আমি ভাত ও গাড়ি দিয়েই এনেছি,,,,
(৪) মাঝে মাঝে বন্ধুরা জিজ্ঞাসা করত,,, আরে,,বন্ধু,,
আজ ভাবী ভাল মত দিয়েছে তো?
আরে বন্ধু,,, তোরা কি যে,, আবুল তাবুল বলিস,,
প্রতিদিন যে ভাবে দেয়, আজও সেই ভাবে দিয়েছে,,,।
যখন তারা আমাকে ঠকাতে পারতনা, তখন বলত,,
আরে তোর সাথে আমরা কথা বলে টিকতে পারিনা,,
তুই কি দিয়ে ভাত খাস রে,,,?
(৫) প্রথমে ভাত প্লেটে নেই, তার পরে হাত দিয়ে মুখে
দিয়ে দাঁত দিয়ে চিঁবুই।।
বন্ধুরা,,,, কেমন লাগলো আজকের ভিন্ন আলাপ চারিতা???
0 Comments