মাহে রোমজান।
কামাল উদ্দিন।
তাং পহেলা রোমজান,
৬ই মে, ২০১৯ইং।
আমাদের দ্বারে এলো রে ভাই
মাহে রোমজান,
খাবার নিয়ে করব অপেক্ষা
হবে মাগরীবের আজান।।
এই সময়ে দোয়া করলে
কবুল হয় ভাই,
রোজা রেখে মিথ্যা কথা
এক দম বলতে নেই।।
খারাপ কাজে যেওনা ভাই
হবেনা তোমার রোজা,
বিনা নামাজে রাখলে রোজা
এটি হবে বোঝা।।
তারাবী পড়, সেহেরী খাও
আরো করো ইফতার,
তবেই না মাবুদের সনে
হতে পারে দিদার।।
মিথ্যা কথা ছাড়লেনা
নামাজ কভু পড়লেনা,
রোজা রেখে ছো ভাই
যেনে রেখো এই রোজার মূল্য কিছুই নাই।।
হাতের গুনা পায়ের গুনা
গুনা ছাড়ো জবানের,
সর্বদা মেনে চলো
আইনটা কোরানের।।
তবেই তুমি মুক্তি পাবে
এটা আল্লাহর ঘোষনা,
সঠিক পথে না চললে
আল্লাহ পাইবানা।।
0 Comments