Ticker

6/recent/ticker-posts

আমি তোমাদের ভুলিনি

আমি তোমাদের ভুলিনি
      - কামাল উদ্দিন
তাং ১০/৫/২০১৯ইং।

আমি তোমাদের ভুলিনি
শুধু কিছু পোষ্ট করিনি,
কবিতা লিখা ছাড়িনি
হয়ত সময় দিতে পারিনি।।

এশারের আজান হলো
চলো সবায় মসজিদে চলো,
সারা জীবনের গুনাহের জন্য
মাবুদের শানে হাত তুলো।।

রহমতের দিন  যায় ফরিয়ে
জীবন আয়ূ জায় গড়িয়ে,
রহমতের জন্য কান্না করো
চোখের পানি ছেড়ে দিয়ে।।

হেলায় খেলায় করোনা পার
হৃদয় পুঁড়ে  ছাঁড় খাঁর,
রোমজান মাসে বছরে
ঘুরে আসে এক বার।।

দিওনা তুমি গ্যাস্টিকের দোহায়
কোন সমস্যা হবেনা তোমার,
আল্লাহ থাকবে সর্বদা সহায়,
যতই হোক গুনাহের পাহাড়।।

এসো ভাই নামাজে যাই
ইহা ছাড়া গতি নাই,
রোমজানের ফজিলত
ইহার কোন কোন কমতি নাই।।
Add caption

Post a Comment

0 Comments