Ticker

6/recent/ticker-posts

ভাবুক

ভাবুক
--------- কামাল উদ্দিন।
তাং ১২/৫/২০১৯ইং।

ঘোড়ার পিঁঠে দিয়েছে বোঝা
হবে আড়াই মন,
তুমিও উঠেছ উপরে
কষ্টের কথা হয়না তো স্মরণ।।

চাঁবুক কিনেছো দামি
বাহাদুরি সেঁজে,
গোলায় দিয়েছো ঘুন্টি
যাতে ঝঁন ঝঁনিয়ে বাঁজে।।

খেতে দাওনি তারে
পাঁচ কেজি ছোলা,
পিঁঠে দিলে তারে
লাগামের ঝোলা।।

ওরে ভাবুক
ভাবোনা কোন দিন
কত কষ্ট হয় তার,
শ্রোতের নদী হয় পার দিয়ে সাঁতার।।

তুমি ভাবো তোমারে নিয়ে
কত করিবে লাভ,
ঘোড়াটা তোমার দূর্বল হলো
দেখিলেনা তাহা শুধু করিল হিসাব।

Post a Comment

0 Comments