ভাল বাসা
------ কামাল উদ্দিন।
তাং ১৩/৫/২০১৯ইং।
ভালো বাসি তোমারে না দেখে
কত সুন্দর তোমার রূপ,
তোমার দাঁতের ঝলকে বিজলী চমকায়
থাকেনা অন্ধঁকার ছড়ায় সৌরভ।
তুমি আকাশের পূর্ণিমার চাঁদ
জগতের সব কিছু হার মানে তোমার কাছে,
তোমাকে দেখে ক্ষুধা নিবারণ করত হাসান
হোসেন ও থাকতো তোমার পিঁছে।
তোমাকে যারা ভাসেনা ভালো
বড় হত ভাগা তারা,
চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র
ভালো বাসে আকাশের লক্ষ কোটি তারা।
তোমার ভালো বাসায় পাগল যারা
তারা সমাজের বড় হত ভাগা,
নিন্দুকের কটাক্য করে তাদের
ভাবে এরা বড় অভাগা।
0 Comments