চাকার গতিঃ
-- কামাল উদ্দিন।
চাকার গতি কমছেনা
দূর্গতি থামছেনা,
ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকে
আইন কেহ মানছেনা,
কোনটা আসল
কোনটা নকল তারা আর দেখছেনা।।
হাতের উপরে রাখলো হাত
হয়ে গেলো বাজিমাত,
অবৈধ মাল হলো পার
দেখেও তারা দেখলোনা,
থামাও এবার দূর্নীতি
দেশটা আর চলছেনা।।
সারের বস্তা চরমে
তৈলের মূল্য গরমে
কৃষক দিলো মাথাত হাত
কথা বলেনা শরমে,
এ সব কথা কেউ শুনছেনা
সরকার তো গদি ছাড়ছেনা।।
হালের বলদ কারো নেই
চাষ দেয় টিলারে
ক্ষেতের আইলে যায়না ফাল
এ কেমন চাষ রে,,,
কৃষক বাঁচাও দেশ বাঁচাও
এ শ্লোগান কেউ দিচ্ছেনা।।
আবার আসুক এরশাদ ভাই
অল্প দামে চাল খাই,
কৃষক বাঁচলে বাঁচবে দেশ
ইহা ছাড়া গতি নাই,
থামাও তুমি চাকার গতি
দূর্নীতি তো কমছেনা।।
0 Comments