কালো মেয়ে
-------- কামাল উদ্দিন।
তাং ২৪/৫/২০১৯ইং।
কালো মেয়ের গুন
কোটি হাজার গুন
যেমন ভাতের সাথে
একটু খানি লবন।।
রূপসী নারী যত
অহংকারী তত
তাদের পিছে
থাকে শয় তান রবিরত।।
কখনো চায়না ফিরে
পিছনে থাকিয়ে
অহংকারে মুখটা রাখে
সব সময় বাঁকিয়ে।।
কালো মেয়েদের অন্তরটা
ভয়ে থাকে ভোরা
অতি সাবধানে চলে তারা
কেউ কিছু বলছে আমায়!
অন্তরটা ধরপরা।।
সুন্দরী নারী ঘুরে বাড়ি বাড়ি
সদায় চলে উড়িয়া
মনের মাঝে কল্পনা আঁখে
বারে বারে দেখে তার ছাঁয়া।।
কালো মেয়ে সদায় থাকে
ঘরের কোনে বসে
কখনো তারা করেনা বড়াই
প্রাণ খুলে নাহি হাসে।।
বাহিরের রূপ রূপ নয়
ভিতরটাই আসল
আষাঢ়ে বৃষ্টির ফসল ভালো
তা হয়না কভু নকল।।
0 Comments