যৌবন
----- কামাল উদ্দিন।
তাং ২৪/৫/২০১৯ইং।
যৌবন মানে বাতাসে ভাসা
যৌবন মানে নহে কোনঠাসা
যৌবন মানে মেঘের ভেলা
যৌবন মানে ছেলে খেলা।।
যৌবন মানে লাগাম হীন ঘোড়া
যৌবন মানে পাগল পারা
যৌবন মানে এলো পথে চলা
যৌবন মানে কলা গাছের ভেলা।।
যৌবন মানে উড়ন্ত পাখি
যৌবন মানে উঁকি ঝুঁকি
যৌবন মানে পাগলামি
যৌবন মানে ফুল দানি।।
যৌবন মানে দুরন্ত পনা
যৌবন মানে উম্মাদনা
যৌবন মানে অগ্নি শিখা
যৌবন মানে শান্তনা।।
যৌবন মানে মুক্ত মালা
যৌবন মানে দেহ জালা
যৌবন মানে বুকে চিন চিন
যৌবন মানে উতলা।।
যৌবনের বড়াই থাকেনা
এটা কেহ বুঝেনা
যৌবন কালের বাহাদুরি
বৃদ্ধ কালে মিলেনা।।
যৌবন থাকতে মনে করো
মউতের কথা স্মরন করো
আবুল তাবুল পরিহার করে
নামাজ রোজা শুরু করো।।
0 Comments