Ticker

6/recent/ticker-posts

মায়ের অপেক্ষা

  অপেক্ষা
           --------- কামাল উদ্দিন।
তারিখঃ ২৫/৫/২০১৯ইং।

দুখিনি  মা অপেক্ষা করছে
খোকা আসেনা কেন ফিরে,
পূ্র্ব আকাশ টা অন্ধঁকারে ঢাকা
মা একলা বসা দুয়ারে।।

বিজলীর ঝিলিক ঘনঘটা
বজ্রপাতের বিকট শব্দে,
মায়ের বুকটা দুরু দুরু
খোকা আসছেনা কেন ফিরে।।

খোকা গেছে মাছ ধরতে
সাগরের মাঝ পথে,
রোজই তো আসে রাতে
আজ তো ফিরছে না
অপেক্ষা করছে মা দরজাতে।।

হঠাৎ আসিলো ঝড়
ঘর যে নর ভর,
বৃদ্ধা মা পড়ছে কালেমা
কাঁপছে থর থর।।

পরিবারে তাঁর কেহ নেই
আছে শুধু খোকা,
সে ও যদি আজ না আসে ফিরে
মা হয়ে যাবে বুঝি একা।।

থেমে গেছে ঝড় থেমেছে বাতাস
তবুও মায়ের শান্তি নাই দিলে,
খোকা যে এখনো এলোনা
সে যে আসিবে ফিরে বুঝ নাহি মিলে।।

নানান কল্পনায় ঝিমিয়ে পড়ে মা
তন্দ্রা নেমে এলো চোখে,
এমন সময় কে যেন ডাকে
তোমার খোকা ফিরে এসেছে মা
পানি দাও তার মুখে।।

দুখিনা কেঁদে বলে খোকা
এসেছিস বাবা ফিরে,
আর কোন দিন যাসনে বাছা
একা ফেলে মোরে  অনেক দুরে।।

তোর বাবাও নেই বুঝিও নেই
শুধু তুই আর আমি,
তুই যদি ফেলে যাস মোরে
একলা ঘরে শুধুই রইবে অন্তযামি।। 

 

Post a Comment

0 Comments